খরচের নিরিখে বিশ্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেলো কাতার বিশ্বকাপ

কলকাতা টাইমসঃ
খরচের নিরিখে বিশ্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেলো কাতার বিশ্বকাপ। জানা যাচ্ছে, প্রায় ১২ বছর আগে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে তেল সমৃদ্ধ এই দেশটি। সেই থেকে এখনো পর্যন্ত বিশ্বকাপ সম্পন্ন করতে মোট ২২০ বিলিয়ন ডলার ব্যয় করেছে কাতার।
এরমধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে পরিকাঠামো নির্মাণে। কিন্তু এই বিশ্বকাপ থেকে কাতার ঠিক কতটা আয় করেছে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা এই বিপুল খরচের খুব যৎসামান্যই ওঠাতে পেরেছে আরবের এই দেশ। জানা গেছে ১৯৬৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ট ক্রীড়া জগতের মোট ৩৬টি বিগ ইভেন্ট অনুষ্ঠিত হয়। খরচের নিরিখে সমস্ত ইভেন্টকেই ছাপিয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ।