বিশ্বকাপের ওপেনাররা
কলকাতা টাইমসঃ
যে কোনো ম্যাচে দলের ভীত শক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা নেন ওপেনার ব্যাটসম্যানরা। আর তা যদি হয় বিশ্বকাপের মতন আসর, তাহলে তো কথাই নেই। দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপের ওপেনারদের….
ভারত-এর ক্ষেত্রে ওপেনিং করতে পারেন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। নিজেদের দিনে বিস্ফোরক এই জুটিতে রয়েছে ২২১ রান। অনবদ্য ফর্মে রয়েছেন রোহিত শর্মা।
শ্রীলঙ্কার ক্ষেত্রে ওপেন করার দায়িত্ব থাকতে পারে ডিমুথ করুণারত্নের উপরে। যদিও প্রায় ৪ বছর পর একদিনের ম্যাচ খেলবেন তিনি! সঙ্গীও ঠিক নেই।
নিউজিল্যান্ড -এর ক্ষেত্রে মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো জুটিরই ওপেন করার সম্ভাবনা।
পাকিস্তান-এর ওপেনিং জুটি হলো ফখর জামান, ইমাম-উল-হক। সম্প্রতি ইংল্যান্ডে দারুন খেলেছে এই জুটি।
ওয়েস্ট ইন্ডিজ -ক্রিস গেইল এবং এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি। যদিও তবে তেমন সফল নয় এই জুটি।
দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও কুইন্টন ডি কক সবচেয়ে বেশি সফল ওপেনিং জুটি। ৯ বছর একসঙ্গে খেলছেন।
অস্ট্রেলিয়ার বিস্ফোরক জুটি ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ২০১৪ থেকে এক সঙ্গে খেলছেন। জুটির সর্বোচ্চ রান ২৩১।
ইংল্যান্ড -ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ইংল্যান্ড। জেসন রয়, জনি বেয়ারস্টোই সেরা ওপেনিং জুটি দলের ক্ষেত্রে।