November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আপনার কল্পনারও বাইরে ২০৫০-এর পৃথিবী!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

০৫০ সাল, ভাবছেন অনেক দেরি। কিন্তু দেখবেন দেখতে দেখতেই চলে আসবে। সেই অদ্ভুত সময়টার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।  কারণ এমন অনেক কিছু ঘটবে যা আপনার কল্পনাতেও এখন নেই—

১) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক ডেভিড লেভি বলছেন, মানুষ রোবটের প্রেমে পড়বে এবং বিয়েও করবে রোবট।  শুধু তাই নয়, এ বিয়ে আইনসম্মতও হবে।

২) পৃথিবীর মোট জনসং‌খ্যা দাঁড়াবে ৯.৬ বিলিয়ন।  এর প্রায় অর্ধেক বাস করবে শহরে।  শহরগুলোর অবস্থা কী দাঁড়াবে তা বোঝাই যাচ্ছে!

৩) পৃথিবীর কোনো কোনো জায়গায় বায়ুদূষণ বাড়বে মারাত্মক হারে।  বাড়বে লাং ক্যানসার ও ফুসফুসের রোগ।  বিজ্ঞানীদের ধারণা, সারা পৃথিবীতে বছরে গড়ে প্রায় ৬ মিলিয়ন মানুষ মারা যাবে।

৪) সাধারণের হাতের নাগালে এসে যাবে ড্রাইভারলেস কার।  তাই কার অ্যাক্সিডেন্টের সংখ্যা তুলনামূলকভাবে কমবে।

৫) ওয়র্ল্ড ফুটপ্রিন্ট নেটওয়র্ক-এর বক্তব্য, ১.১ বিলিয়ন মানুষ প্রয়োজনীয় জল পাবে না। ২.৫ বিলিয়ন মানুষ এমন অঞ্চলে বাস করবে যেখানে পরিষ্কার জল পাওয়ার সমস্যা রয়েছে।

৬) ভারত হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পাশাপাশি।

৭) মানুষের গড় আয়ু বাড়বে।  ২০৫০-এ গড়ে মানুষ ৭৬ বছর বয়স পর্যন্ত বাঁচবে।

৮) মানুষের কাছের দৃষ্টিক্ষমতা বাড়বে, কমবে দূরের দৃষ্টি।  সারাদিন কম্পিউটার এবং গ্যাজেট আঁকড়ে থাকতে থাকতে দূরের জিনিস দেখার স্বাভাবিক ক্ষমতা কমবে।  মাইনাস পাওয়ার বাড়বে।

৯) পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়বে ইন্টারনেট।  মোট জনসংখ্যার ৯৭.৫ শতাংশের কাছে ইন্টারনেট অ্যাকসেস থাকবে।

১০) ‌‘ডিজাইনার বেবি’ ট্রেন্ডে তৈরি হবে সুপারহিউম্যান।  জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শিশুর গড়ন, বুদ্ধি, শারীরিক ক্ষমতা ইত্যাদি আগে থেকে চিকিৎসককে জানাবেন বাবা-মা।

Related Posts

Leave a Reply