অন্ধ যুবকের বিশ্ব ভ্রমণ !
কলকাতা টাইমসঃ
টনি জাইলস (৪১) চোখে দেখতে পান না, একই সঙ্গে বধির। এরপরও অবলীলায় বিশ্ব ভ্রমণে বেড়িয়ে পড়েছেন এই যুবক। ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন ১৩০ টি দেশ। জাইলস গত ২০ বছর ধরে নতুন নতুন জায়গা ঘুরে বেড়িয়েছেন। জাইলসের ভ্রমণের অর্থ জোগাড় হয় মূলত তার বাবার পেনশনের টাকা থেকে। জাইলসের যখন ৯ মাস বয়স, তখন তার চোখের সমস্যা প্রথম ধরা পড়ে। দশ বছর বয়সে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বর্তমানে কানে শোনার জন্য শক্তিশালী ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করলেও সব ধরণের শব্দ শুনতে পারেন না।
তিনি একটি বিশেষ স্কুলে পড়ালেখা করেন এবং সেই স্কুল থেকেই ১৬ বছর বয়সে প্রথমবার বিদেশ ভ্রমণ করেন। ১৫ বছর বয়সে বাবাকে হারান জাইলস। ২০০০ সালের মার্চে নিউ অরলিন্সে ভ্রমণের মাধ্যমে তার ব্যাকপ্যাকিং অ্যাডভেঞ্চার শুরু হয়। সবকিছু স্পর্শের মাধ্যমে বোঝার চেষ্টা করেন জাইলস। মানুষের সাথে কথা বলে সেই জায়গার একটি ছবি মনের মধ্যে তৈরি করেন তিনি।