টেমসের তীরে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের না-ফাটা বোমা, বন্ধ লন্ডন বিমানবন্দর
নিউজ ডেস্কঃ
লন্ডনের টেমস নদীর তীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে। এর পর পরই লন্ডন সিটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ কর্মকর্তা ও ব্রিটিশ রয়্যাল নেভি বোমা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। স্থানীয় সময় রাত ১০টায় ওই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে লন্ডন সিটি এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিমানবন্দর ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি তাদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। এদিকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বোমাটি পাওয়ার পরপরই রয়্যাল নেভি ২১৪ মিটারের এক্সক্লুসন জোন বা বর্জন এলাকা তৈরি করেছে। যাতে মানুষজনের বিপদ এড়িয়ে ওই বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়। ওই মুখপাত্র আরও বলেন, এর ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হবে। বোমাটি নিষ্ক্রিয় করতে রয়্যাল নেভির সঙ্গে ব্রিটিশ পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।