দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ বোমার অকাল বিস্ফোরণ !
কলকাতা টাইমসঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ বোমার অকাল বিস্ফোরণ হলো পোল্যান্ডে। দীর্ঘ ৮১ বছর পর বোমাটিকে নিষ্ক্রিয় করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। পোল্যান্ডের সুইনস্কি শহরের পিস্ট খালের কাছাকাছি একটি এলাকায় এই বোমাটি উদ্ধার করা হয়। দ্রুত ওই এলাকার ৭৫০ নাগরিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
জানা যাচ্ছে, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটেনের বিখ্যাত টলবয় বোমা। ১৯ ফুট লম্বা এবং ৫৪০০ কেজি ওজনের বোমাটির মধ্যে ২৪০০ কেজি বিস্ফোরক বোঝাই করা ছিল বলে জানা যাচ্ছে। বোমাটিকে জলের নিচে ১২ মিটার গভীরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছিলো। তার কিছু আগেই সেটি বিস্ফোরিত হয়। উল্লেখ্য, ১৯৪৫ সালে ব্রিটেনের রয়েল এয়ার ফোর্সের ছোড়া ১২ টি টলবয় বোমার মধ্যে সম্ভবত এই একটি বোমা ফাটেনি।