বিশ্বের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত অন্তর্বাস
কলকাতা টাইমস : মহিলাদের অসহ্য গরম থেকে রেহাই দেবার জন্য বিশ্বে প্রথমবারের মত বের হলো শীতাতপ নিয়ন্ত্রিত অন্তর্বাস (বক্ষবন্ধনী)। অন্তর্বাস নির্মাতা ট্রায়ামফ রেফ্রিজারেটেড জেল প্যাড ব্যবহার করে এগুলোকে শীতল করার ব্যবস্থা করেছে। ডিজাইন হিসেবে ব্যবহার করা হয়েছে ছোট্ট মাছ রাখার পাত্রের সাদৃশ্য এবং বায়ু ঘণ্টা এবং পুদিনা পাতা। পাশে থাকছে বাঁশের হাতা।
ব্যবহারকারীকে এই জেল প্যাডগুলো ফ্রিজের মধ্যে দুই ঘণ্টা রেখে প্রথমে ঠাণ্ডা করে নিতে হবে বলে জানা গিয়েছে। প্যাডগুলো দেহে জমে থাকা অতিরিক্ত তাপ বহন করে শীতল আমেজ ছড়িয়ে দেয়। জাপানের বাজারে বক্ষবন্ধনীটি সম্প্রতি উন্মোচিত হয়েছে। ফুকুশিমার ফলে এবার গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা হবে আশঙ্কা করা হচ্ছে আর এর পূর্ব প্রস্তুতি স্বরূপ এবং শীতাতপ যন্ত্রের বদলে এই অন্তর্বাস ব্যবহার করার পরামর্শ দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এর আগে ম্যারিজ হান্টিং ব্রা তৈরি করেছিল। বিয়ের পোশাকের মত দেখতে এই অন্তর্বাস একটি লেড ডিসপ্লে ছিল যেখানে ব্যবহারকারী কতদিন যাবত স্বামী খুঁজে ফিরছে সেই সময় নির্দেশ করবে! সাথে রয়েছে একটি কলম এবং বিয়ের জন্য অনুমোদিত সিল। পছন্দের স্বামী এই বক্ষবন্ধনীর মাঝে থাকা হৃদয় আকৃতির ডিভাইসে বিয়ের আংটি প্রবেশ করবে এবং টাইমারটি থেমে যাবে।