এনাকে বাড়িতে রাখলেই হবে না পুজোও করতে হবে নিয়ম মেনে ?
কলকাতা টাইমস :
যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে একবার যদি শিব ঠাকুরকে প্রসন্ন করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন উপকার পেতে সময় লাগবে না। দেবকে প্রসন্ন করতে এই নিয়মগুলি মেনে শিবের আরাধনা করতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেগুলি হল- প্রতিদিন সকালে উঠে স্নান সেরে এক মনে “ওম নম শিবায়”, এই মন্ত্রটি জপ করতে করতে করতে শুরু করতে হবে দেবের অরাধনা। এরপর দেবের সামনে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করতে হবে। অল্প করে চন্দন নিয়ে লাগিয়ে দিতে হবে দেবের শরীরে। এরপর ঠান্ডা দুধে, বেল পাতা ফেলে দেবকে স্নান করাতে হবে। আর সবশেষে শিব ঠাকুরের মূর্তি বা ছবিকে মুছে নিয়ে নিজের মনের কথা দেবকে জানাতে হবে। এইভাবে প্রতিদিন দেবের আরাধনা করলে দেখবেন মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। তা হল, শিব ঠাকুরের পুজো করার আগে গণেশ দেবের পুজো করতে হবে। এমনটা যদি করতে পারেন, তাহলে দেখবেন আরও বেশি মাত্রায় এবং দ্রুত উপকার পাবেন।