৫ দফা দাবি নিয়ে ক্রীড়ামন্ত্রীর বাড়িতে বৈঠকে প্রতিবাদী কুস্তিগিররা
কলকাতা টাইমস :
যৌন হেনস্থার বিরুদ্ধে প্রায় দু’মাস ধরে প্রতিবাদে কুস্তিগিররা। কিন্তু এখনো মেলেনি কোনো সমাধান। নিজেদের সমস্যা নিয়ে কুস্তিগিররা দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবার তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ। বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন প্রতিবাদী কুস্তিগিররা। শোনা যাচ্ছে, মূলত পাঁচটি দাবি নিয়ে ক্রীড়ামন্ত্রীর বাড়িতে হাজির সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। দেখে নেওয়া যাক কোন কোন দাবি জানাচ্ছেন তাঁরা?
১. জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্তার অভিযোগ। তাই কুস্তিগিররা চান, কোনও পূরুষ নয়, ফেডারেশন সভাপতির পদে কোনও মহিলাকে বেছে নেওয়া হোক। এতে হেনস্তা সংক্রান্ত কোনও সমস্যা যেমন ভবিষ্যতে এড়ানো যাবে, তেমনই নিজেদের সুবিধা-অসুবিধার কথা আরও স্পষ্টভাবে জানাতে পারবেন সাক্ষীরা।
২. কুস্তি ফেডারেশনের শুধুমাত্র ব্রিজভূষণ নন, তাঁর পরিবারের কোনও সদস্যকেই রাখা চলবে না।
৩. ফেডারেশন নির্বাচনে দুর্নীতি ও ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ উঠেছিল। তাই কুস্তিগিররা চান, স্বাধীন এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নয়া সভাপতিকে বেছে নেওয়া হোক।
৪. গত ২৮ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের সময় নিয়ম ভাঙার অভিযোগ তুলে এফআইআর করা হয়েছিল আন্দোলনকারী কুস্তিগিরদের বিরুদ্ধে। সেই এফআইআর তুলে নেওয়ার দাবিও জানানো হবে।
৫. সর্বশেষ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল, যৌন হেনস্তায় অভিযোগ ব্রিজভূষণের গ্রেপ্তারি।
উল্লেখ্য, গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক স্তরে পদকজয়ী কুস্তিগিররা। কিন্তু সেখানেও অধরা থেকে যায় রফাসূত্র। এদিন তাঁদের আমন্ত্রণ জানান অনুরাগ ঠাকুর। টুইটারে লেখেন, “কুস্তিগিরদের সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক কেন্দ্র। আরও একবার তাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে।” এরপরই ক্রীড়ামন্ত্রীর বাড়িতে পৌঁছে যান সাক্ষীরা।