January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বাটলারের ব্যাটে অশ্লীল শব্দ লেখা! ধরা পড়লো ক্যামেরায় 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ফর্মের শিখরে রয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার। তার ব্যাটে ভর করেই সিরিজের দ্বিতীয় হেডিংলি টেস্টে পাকিস্তানকে তিন দিনেই হারিয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচেই এক অদ্ভুত কারণে প্রবল সমালোচোনার মুখে পড়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শুধু তার ইনিংস নয়; তার ব্যাটও এদিন নজর কেড়েছে সবার!

বাটলারের ব্যাটের হাতলে লেখা একটি শব্দকে ‘অশ্লীল’ হিসেবে চিহ্নিত করেছে ক্রিকেটপ্রেমীরা! টিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে পরে। প্রথম ইনিংসে ইংল্যন্ডের সংগ্রহ যখন ৯ উইকেটে ৩৪৪, তখন চা বিরতি ঘোষণা করা হয়। হেলমেট-প্যাড খুলে ব্যাটটা তার ওপর রেখে একটু জিরিয়ে নিচ্ছিলেন বাটলার। কিন্তু ক্যামেরাম্যান তার ব্যাটটাকেই টার্গেট করে বসলেন!

খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যান এই ছবিটি সোশ্যাল সাইটে পোস্ট করে লেখেন, ‘বাটলারের ব্যাটে তার নিজের জন্য মেসেজ লেখা আছে।’ শব্দটি অতি পরিচিত হলেও অর্থটা ছাপার অযোগ্য। এ ব্যাপারে এখনও বাটলারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Related Posts

Leave a Reply