January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভুল করে ভোট অন্য দলে, নিজের আঙ্গুলটাই কেটে ফেললো যুবক ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

নিজের ভোট ভুল করে অন্য দলকে দিয়ে ফেলায়, প্রচন্ড হতাশায় নিজের আঙ্গুলটাই কেটে ফেললেন বুন্দেলশহরের এক যুবক। জানা যাচ্ছে ‘বিএসপি’ সমর্থক এই যুবক ভুল করে ইভিএমে ‘বিজেপি’র বোতাম টিপে ফেলে। তৎক্ষণাৎ বুঝতে পারলেও ততক্ষনে যা হওয়ার হয়ে গেছে। এরপরই বাড়িতে ফিরে এসে আঙ্গুলটাই কেটে ফেলার সিদ্ধান্ত নেয় সে। বুলন্দশহরের শিকারপুরের ঘটনা।

গতকাল দেশজুড়ে সাতটি রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়। বুলন্দশহর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের বিপরীতে প্রার্থী ছিলেন এসপি, বিএসপি এবং আরএলডির জোট প্রার্থী যোগেশ শর্মা। পবন কুমার শিকারপুর এলাকার হুলাসান গ্রামের বাসিন্দা।

Related Posts

Leave a Reply