ব্যাঙের এই জীব মানব শরীরে ঢুকে রুখবে রোগ
কলকাতা টাইমস :
জীবন্ত রোবট। চলেফিরে বেড়ায়। নিজেই নিজের রোগ সারায়। যান্ত্রিক দেহ নয়, মাংসল, পিচ্ছিল শরীর। চোখ-কান-নাক-মুখ-হৃদপিণ্ড-ফুসফুস কিছুই নেই। তবুও প্রাণ আছে। মার্কিন বিজ্ঞানীদের তৈরি এই আজব জীব নাড়িয়ে দিল গোটা বিশ্বের বিজ্ঞানী মহলকে। সত্যিই রোবট কি? তা তো নয়। কিন্তু চালনা করছে মানুষই। ব্যাঙের স্টেম সেল থেকে তৈরি আজব এই জীবের নাম ‘জ়েনোবট’ । ইন্দ্রিয়হীন এই প্রাণ কাজ করবে মানুষেরই জন্য। রোগ সারাবে, দূষণ রুখবে, তেজস্ত্রিয় বর্জ্য নির্মূল করবে, বড় অস্ত্র হবে প্রতিরক্ষায়।
বার্লিংটনের ইউনির্ভাসিটি অব ভারমন্ট ও টাফ্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তৈরি করছেন এই জীবন্ত কোষ জ়েনোবট। আকারে ০.৪ ইঞ্চি। ছোট মাংসল চেহারা। মানুষের শরীরে রক্তের মাধ্যমে অনায়াসে বাহিত হতে পারে। এই জীব হাঁটতে পারে, সাঁতার কাটতে পারে, খাবার না খেয়েও কাটিয়ে দিতে পারে সপ্তাহের পর সপ্তাহ। একসঙ্গে অনেকগুলো জ়েনোবট একত্রিত হয়ে জোট তৈরি করতে পারে ঠিক শ্বেত রক্তকণিকার মতো। শরীরে ঘাপটি মেরে থাকা রোগ-জীবাণুর প্রতিরোধ করতে পারে সম্মিলিতভাবে। শুধু রোগ প্রতিরোধ নয়, জ়েনোবটের ব্যবহার হবে আরও নানাকাজে। পরিবেশ রক্ষার বড় হাতিয়ার হয়ে উঠতে পারে এই ছোট্ট জীব, এমনটাই দাবি বিজ্ঞানীদের।