সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং
কলকাতা টাইমসঃ
দেশের নৌবাহিনীকে কার্যত যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিলেন চীনের সর্বময় কর্তা শি জিনপিং। কেবল যুদ্ধ প্রস্তুতির জন্যই নিজেদের কনসেনট্রেট করার জন্য নৌসেনাবাহিনীকে পরামর্শও দিলেন চীনা প্রেসিডেন্ট। চীনের গুয়াংদংয়ের ছাওঝুতে পিপল’স লিবারেশন আর্মির ‘নেভি ম্যারিন কর্পস’ পরিদর্শনে এসে জিনপিং এ কথা বলেন বলে জানা যাচ্ছে।
শি সেখানে সেনা কর্তাদের বলেন, নৌবাহিনীকে যুদ্ধের প্রস্তুতিএবং রণকৌশলের ওপর সর্বাধিক গুরত্ব দেওয়া উচিত। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্তমানে সরব হয়েছে বহু দেশ। ইতিমধ্যেই সেখানে নৌবহর মোতায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মহড়া চালিয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতীয় নৌসেনাও। জাপান এবং তাইওয়ান দীর্ঘদিন ধরেই চীনের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আসছে।