November 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু ম্যাসেঞ্জার ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

একসময়কার তুমুল জনপ্রিয় ইয়াহু ম্যাসেঞ্জার অবশেষে বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাপভিত্তিক ম্যাসেজিং পরিষেবা এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিতে না পেরে নিজেদের গুটিয়ে নিচ্ছে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিসটি। আগামী ১৭ জুলাইয়ের পর আর ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করা যাবে না।

বন্ধ হয়ে যাওয়ার পর আর লগইনও করা যাবে না এটাকে। যারা পুরোনো চ্যাটগুলো রেকর্ড হিসেবে রাখতে ইচ্ছুক তারা ৬ মাস পর্যন্ত সময় পাবেন চ্যাটলগ ডাউনলোড করার। ইয়াহু অবশ্য একেবারেই ম্যাসেঞ্জার সেবা থেকে সরে যাচ্ছে তা নয়। তারা ইয়াহু স্কুইরেল নামে একটি যোগাযোগের একটি নতুন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। যে সকল ব্যবহারকারীরা এখনও ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করছেন তাদের স্কুইরেল ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছে তারা।

চ্যাটরুমে নিত্যনতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করার ব্যবস্থা থাকায় ইয়াহু ম্যাসেঞ্জার অন্যান্য ম্যাসেজিং সেবার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। পরে ফেইসবুক আর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করে। সালটা ১৯৯৮। ওই বছরের ৯ মার্চ আত্মপ্রকাশ করেছিল ইয়াহু ম্যাসেঞ্জার। আর এর দৌলতেই মানুষ চ্যাটিং করা শুরু করেছিল। একটা নতুন জগৎ খুলে গিয়েছিল প্রযুক্তিতে। তবে এবার ২০ বছর পর পুরনো এই ম্যাসেজিং সার্ভিসই বন্ধ হতে চলেছে।

 

Related Posts

Leave a Reply