জননিরাপত্তা আইনে জেলে পাঠানো হলো ইয়াসিন মালিককে
কলকাতা টাইমসঃ
কাশ্মীরের লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে জননিরাপত্তা আইনে গ্রেফতার করলো ভারত। আইন অনুযায়ী, তাকে কোনো ধরনের বিচার ছাড়াই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে।
ইয়াসিন তিনি জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান। গ্রেফতারের পর তাকে বালওয়াল জেলে পাঠানো হয়েছে। এটি জম্মু শহরে অবস্থিত। এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়।স্থানীয় আরও ১৬০জন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাকেও একটি থানায় এতদিন আটকে রাখা হয়েছিল।