সৌদির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
কলকাতা টাইমসঃ
সৌদির কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। একই সঙ্গে রাজধানীর কিং সালমান বিমান ঘাঁটি সহ দেশের বেশ কিছু জায়গায় এই হামলা চালানো হয় বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিশদ তথ্য পাওয়া যায়নি। ইয়েমেনের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, এই হামলার জন্য তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
জানা যাচ্ছে, রাজধানী রিয়াদের বেশ কিছু সামরিক ঘাঁটি সহ সৌদির দক্ষিণের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের ওপর সৌদির নির্মম আগ্রাসনের বিরুদ্ধেই আজকের এই হামলা বলে মন্তব্য করেছে ইরান। প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইরানের সমর্থন নিয়ে সৌদি জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক মহল মনে করে এই যুদ্ধ আসলে ইরান এবং সৌদি মধ্যে চলা যুদ্ধ।