ইয়েমেনি মহিলাদের ধর্ষণের অভিযোগ উঠলো সৌদি সেনাদের বিরুদ্ধে
কলকাতা টাইমসঃ
ইয়েমেনি মহিলাদের ধর্ষণের অভিযোগ উঠলো সৌদি সেনাদের বিরুদ্ধে। এমন অভিযোগ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দল আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুতি। এই খবর জানিয়েছে ইরানের প্রেসটিভি।
তিনি আরও বলেন, একই সঙ্গে আন্তর্জাতিক নানান সংস্থা থেকে ইয়েমেনে পাঠানো ত্রাণ সামগ্রীও ধ্বংস করেছে সৌদি সেনারা। আবদুল মালেক বলেন, স্থলযুদ্ধে সৌদি সেনাদের সমস্ত হামলা আমরা মোকাবেলা করব। আমাদের অঙ্গীকারে কখনো ফাটল ধরবে না। সৌদি আরবের সমালোচনা করে তিনি বলেন, ইয়েমেনের রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দেশের দক্ষিণাঞ্চল দখলের চেষ্টা করছে।
সৌদি জোটকে হুমকি দিয়ে আবদুল মালেক বলেন, যারা দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে, লোহিত সাগরের উপকূল হবে তাদের জন্য কবরস্থান। এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন হাদিপন্থী সেনারা আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থকে হুদায়দা বিমানবন্দর দখল করে নেয়। এদিকে হুদায়দা অঞ্চলে ঘটে চলা সংঘাতের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।