ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ ১০ জন মন্ত্রীকে আটক করলো আরব আমিরশাহির সেনা !

নিউজ ডেস্কঃ
ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ ওবায়েদ বিন দাঘর-সহ দশজন মন্ত্রীকে সোকোত্রা দ্বীপে আটক করে রেখেছে সংযুক্ত আরব আমিরশাহির সেনারা। শুধু তাই নয়, ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখলে নিয়েছে ওই সেনারা। ইয়েমেনি সরকারের তরফে এই কথা জানানো হয়েছে। সংযুক্ত আরবআমিরশাহির এই পদক্ষেপকে আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে ইয়েমেন সরকার। এদিকে, এই ঘটনার তদন্তে প্রতিনিধিদল পাঠাবে বলে ঘোষণা করেছে সৌদি আরব।
উল্লেখ্য, ইয়েমেনের সোকোত্রা দ্বীপটি ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। এই দ্বীপটিতে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস বলে জানা গেছে। সোকোত্রা দ্বীপে যুদ্ধ বিমান ও বড় সামরিক যান চলাচলের মতো তিন হাজার মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি দাবি করে ৯৯ বছরের জন্য দ্বীপটি লিজ নিয়েছে তারা। সেখানে সামরিক কার্যক্রম চালানোর কথা ঘোষণা করে তারা।