মায়েদের জন্য বাবা রামদেবের আজব দাবি
কলকাতা টাইমস :
ভারতের জনসংখ্যা ১৩৩ কোটি। এবং তা ক্রমবর্ধমান। এইভাবে চলতে থাকলে শীঘ্রই ভারতের জনসংখ্যা চীনকেও ছাড়িয়ে যাবে তা বলার অপেখ্যা রাখে না । আর নিজ দেশের এমন জনবিস্ফোরণে প্রকৃতই চিন্তিত ভারতের যোগগুরু রামদেব। তাই মায়েদের জন্য বাবা রামদেব এমন আজব দাবি করলেন যা শুনে চোখ কপালে উঠবে।
যোগের বলে রোগ নিরাময়ের ওষুধ তিনি দিয়েই থাকেন তিনি। এবার জনবিস্ফোরণ নিয়ন্ত্রণেরও টোটকা দিলেন রামদেব। ভারতের আলিগড়ে একটি সভায় রামদেব গত বুধবার জন্মনিয়ন্ত্রণের উপায় হিসেবে পরিচয়পত্র কেড়ে নেওয়ার কথা বলেছেন তিনি।।
শুধু ভোটার আইডি কার্ড কাড়াই নয়, তার বক্তব্য, ‘‘হিন্দু-মুসলিম নির্বিশেষে দুই এর বেশি বাচ্চার বাবা-মায়ের ভোটাধিকার কেড়ে নিতে হবে। চাকরি, স্বাস্থ্যেও সরকারি সুযোগ সুবিধা দেওয়া চলবে না। ভারতবর্ষে জন্মনিয়ন্ত্রণের আর কোনো উপায় নেই।’’
এতো গেল বিবাহ পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু যারা বিয়ে করতে চান না তাদের সম্পর্কে যোগগুরু মনে করেন, তারা বিশেষ পুরস্কারের যোগ্য।