শ্রমিকদের রাস্তায় বসিয়ে রাসায়নিক স্প্রে যোগী আদিত্যনাথের !
কলকাতা টাইমসঃ
পিপিইতে আপাদমস্তক ঢাকা একদল লোক ওই শ্রমিকদের ওপর জীবাণুনাশক স্প্রে করে চলেছেন। লক্ষ বস্তু বেশ কিছু মহিলা এবং শিশু। গত শনিবার বিশেষ বাসে তাদের দিল্লি, হরিয়ানা এবং নয়ডা থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়। উত্তরপ্রদেশের বরেলি জেলার এই ঘটনার ভিডিওটি চমকে দিয়েছে গোটা দেশকে।
ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে তিনি লেখেন, আমি উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি জানাচ্ছি- দয়া করে এমন অমানবিক কাজ করবেন না। এটা ওদের রক্ষা করার বদলে ক্ষতিই করবে। উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকদের অবশ্য দাবি, এর মধ্যে অমানবিকতার কিছু নেই। বরঞ্চ সকলকে স্যানিটাইজ করাটা তাদের কাছে অনেক বেশি জরুরি। তাদের দাবি, শ্রমিকদের ক্লোরিন মিশ্রিত জল দিয়ে স্প্রে করা হয়েছে। আমরা ওদের চোখ বন্ধ রাখতেও বলেছিলাম।