November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

আপনি কি ডান দিকে হেলিয়ে লেখেন? তাহলে আবেগের হাল এই 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মানুষের মনের প্রতিচ্ছবি ফুটে ওঠে হাতেল লেখায়। একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন অন্যজনের সঙ্গে মেলে না, তেমনই একজনের হাতের লেখাও অপরের সঙ্গে মেলে না। শুধুমাত্র হাতের লেখা বিশ্লেষণ করলেই জানা যায় একজন মানুষের মনের গোপন কুঠুরির গোপন খবর। পেনের একটা আঁচড়ই বলে দিতে পারে আপনার স্বভাব, চরিত্র, সততা ইত্যাদি বহু জিনিস। আসুন দেখে নিই হাতের লেখা থেকে কী কী জিনিস জানা যায়।

• যাঁরা খুব খুদে হরফে লেখেন তাঁরা লাজুক প্রকৃতির হন। এঁরা নীরবে কাজ করতে পছন্দ করেন।

• যাঁরা খুব ছোট ছোট অক্ষরে লেখেন তাঁরা সব কাজ সতর্কভাবে করেন।

• যাঁরা অক্ষরের মাঝে বড় বড় ফাঁক রাখেন তাঁরা লোকের মাঝখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।

• যাঁরা খুব গায়ে গায়ে লেখেন তাঁরা খুব মিশুকে হন।

• যাঁরা গোটা গোটা অক্ষরে লেখেন তাঁরা কখনো নিজেদের উপর নিয়ন্ত্রণ হারান না।

• যাঁরা টানা টানা অক্ষরে লেখেন তাঁরা আগ্রাসী মনোভাবাপন্ন হন।

• যাঁরা খুব চেপে চেপে লেখেন তাঁদের দায়িত্ববোধ অন্যদের তুলনায় বেশি হন।

• জেনে নিন হাসির পিছনে অজানা ৬টি তথ্য

• যাঁরা আলতো ভাবে লেখেন তাঁরা সংবেদনশীল হন।

• যাঁদের লেখা দুর্বোধ্য, তাঁরা তাঁদের চরিত্রকে অন্যদের কাছে প্রকাশ করতে চান না।

• যাঁরা খুব বড় বড় হরফে লেখেন তাঁরা বহির্মুখি প্রকৃতির, নেতৃত্বদানের ক্ষমতা এঁদের সহজাত।

• যাঁরা খুবই দ্রুত লেখেন, যে কোনও বিষয় তাঁরা খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারেন।

• যাঁরা খুব ধীরে ধীরে লেখেন তাঁরা সিদ্ধান্তহীনতায় ভোগেন।

• যাঁরা পরিষ্কার লেখা লেখেন তাঁরা যে কোনো বিষয় নির্ভুলভাবে চিন্তা করতে পারেন।

• যাঁরা অপরিষ্কারভাবে লেখেন তাঁরা নিজেদের চিন্তা-ভাবনা গুছিয়ে প্রকাশ করতে পারেন না।

• যাঁরা চারপাশে মার্জিন দিয়ে লেখেন তাঁরা খুব শৃঙ্খলাবদ্ধ জীবন কাটান।

• যাঁরা ডান দিকে হেলিয়ে লেখেন তাঁরা খুবই আবেগপ্রবণ হন।

• যাঁদের লেখা উপরের দিকে উঠে যায় তাঁরা খুবই আশাবাদী।

Related Posts

Leave a Reply