November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ভোগার আগেই বাতের ব্যথাকে করুন কাবু

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : ব্যথা কি যে ব্যথা বোঝে শুধু সেই জনেযে জন বাতের ব্যথায় কাবুমজার কথাআগে এই রোগটি শুধুই বয়স্কদের সম্পত্তি ছিলএখন আট বছরের বাচ্চাও বিছানা নিচ্ছে ব্যথার চোটেউঠতে ব্যথাবসতে গেলেওবাতের সমস্যা অনেক কারণে হতে পারে। অনিয়মিত জীবনযাপনবংশগতঅন্য বিভিন্ন রোগের প্রভাবেএছাড়া আরও অনেক কারণে বাতের সমস্যা দেখা দিতে পারে। এই ব্যথা কাঁঠালের আঠার থেকেও এতটাই জোরালো যে অনেক ওষুধ খেয়েও মুক্তি পান না বহু মানুষ। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যা মানলে বাতের কষ্ট থেকে কিছুটা রেহাই পেতে পারেন। জেনে নিন উপায়গুলো

আরও পড়ুন : কেন আমরা বেশি খাই জানলে অবাক হয়ে যাবেন

ব্যথাযন্ত্রণা কমানোয় দারুণ উপকারী ব্যায়াম। মারাত্মক ব্যথা হলে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তিনিই বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে আপনার কষ্টের উপশম ঘটাতে পারবেন।

চিকিত্সকদের মতেবাত সাধারণত আমাদের দুটো হাড়ের সংযোস্থলে হয়ে থাকে। তাই ছোটবেলা থেকেই হাড়ের যত্ন নেওয়া খুবই জরুরি। এর জন্য ভিটামিন সি বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবেবিশেষ করে দুধে ক্যালসিয়াম প্রচুর থাকেতাই এক গ্লাস দুধ ছোট থেকে খেলে পড়ে হাড়ের ক্ষয় কম হবেব্যথা থেকে মুক্তি পাবেন|

বাতের ব্যাথা কমাতে প্রচুর পরিমাণে তাজা শাকসব্জিফল খাওয়া খুব জরুরি। বদলে মিহি চিনি,শস্যদানারিফাইন্ড অয়েল এবং ট্রান্স ফ্যাট খাওয়া বন্ধ করতে হবে। এবং অতিরিক্ত নুন খাওয়া ছাড়তে হবে।

বাতের ব্যাথায় কষ্ট পেলেও অস্থির না হয়ে মনকে শান্ত রাখতে হবে। উত্তেজিত হলে কষ্ট বাড়ে। তাই মন এবং মস্তিষ্ককে শান্ত রাখতে যোগাসন অভ্যাস করুন।

আমরা সকলেই জানিহলুদ স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ব্যথাযন্ত্রণা থেকে মুক্তি পেতে রোজসকালে গরম দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন

যা যা করবেনকরবেন না

অস্থিসন্ধি বা জয়েন্ট মুভমেন্ট করবেনসারাক্ষণ শুয়ে বা বসে থাকবেন নাদরকারে ফিজিওথেরাপিস্টএর থেকে জেনে নিন কোন ভঙ্গিতে শুলে বা বসলে আপনি আরাম পাবেন|

বেশি বিশ্রাম বা বেশি পরিশ্রম কোনটাই করবেন না|

ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম করুনদৌড়ানোলাফানোটেনিস খেলা আপনার জন্য নয়|ব্যথা কমাতে মুঠো মুঠো পেন কিলার খাবেন নাডাক্তারবাবুকে দেখিয়ে অল্প ওষুধ খানআবার বাতের ব্যথা কমে না বলে চিকিত্সা করবেন না এমনটাও করবেন না|

ব্যাটের ব্যথার সঙ্গে ডিপ্রেশন জড়িয়ে থাকে সবসময়তাই আগে মনের ব্যথা সরানতাহলেই শরীরের ব্যথা অনেক কমবে|

অনেক সময় ঠান্ডা গরম সেঁক দিলে ব্যথা কিছুটা কমেএই পদ্ধতি মেনে দেখতে পারেনতবে রোজ দিনে দু’তিনবার এই সেঁক দিতে হবে|

চিকিত্সকের পরামর্শ নিয়ে নানা ধরনের ব্যথা কমানোর জেল দিয়ে মাসাজ করাতে পারেন|

যাবতীয় নেশার জিনিস থেকে দুরে থাকুনরাত জাগবেন নাঅল্প খানবাইরের খাবার না খাওয়াই ভালোএতে গ্যাসঅম্বল কম হবেতার থেকেও কিন্তু শরীরে ব্যথা হয়

Related Posts

Leave a Reply