গুজব ছড়ানোর হাত থেকে বাঁচতে গুগলের সাহায্য নিতে পারেন এভাবে!
কলকাতা টাইমসঃ
পুরনো ছবি ব্যবহার করে গুজব রটিয়ে হিংসা ছড়িয়ে দেওয়ার খবর নতুন নয়। তবে গুগলের Reverse.photos নামক একটি ওয়েবসাইটের সাহায্যে চাইলে এই ধরণের ঘটনা ঠেকানো সম্ভব।
এখানে শব্দের বদলে ছবি দিয়ে সার্চ করা হয়। আপনার ডেস্কটপ, ট্যাবলেট কিংবা মোবাইল থেকে ছবি আপলোড করুন। ইন্টারনেটের অন্য যেসব ওয়েব পেজে এই ছবি আছে তা আপনাকে দেখিয়ে দেবে গুগল। এর মাধ্যমে ছবি, হোয়াটস অ্যাপ মেসেজ বা স্ক্রিনশটের মূল উৎস কোথায় সেটি জানা সম্ভব হবে। টিন্ডার ও ফেসবুক ব্যবহারকারীরা ‘সার্চ বাই ইমেজ’ অপশনও ব্যবহার করতে পারেন।
পর্যটকরা নির্দিষ্ট ছবি ব্যবহার করে লোকেশন খুঁজে বের করতে পারেন। ম্যাট্রিমোনিয়াল সাইটগুলোও ভুয়া ব্যক্তিদের চিহ্নিত করতে এই কৌশল ব্যবহার করে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনও ব্যবহারকারী গুগলে কোনও ছবি পোস্ট করে সার্চ করলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।