এখানে গেলেই দেখতে পাবেন ঘটা করে ভূতের বিয়ে!
প্রচলিত বিশ্বাস হচ্ছে, কোনো ব্যক্তি যদি অবিবাহিত অবস্থায় মারা যায়, সেক্ষেত্রে তার আত্মা সব সময় অতৃপ্ত অবস্থায় থাকে এবং পরিবারের মানুষকে ক্রমাগত বিরক্ত করতে থাকে। এই অবস্থা থেকে মুক্তির উপায় হচ্ছে ভূতের বিয়ে আয়োজন করা। অর্থাৎ, যোগ্য কনে খোঁজা। এক্ষেত্রে বর বা কনেকে যে পরিচিত হতে হবে এমন কোনো কথা নেই। পরিচিত হতেও পারে, আবার না-ও পারে, তবে দুজনকেই অবিবাহিত ও মৃত হতে হবে অবশ্যই। এরপর কনে পাওয়া গেলে তার পরিবারের সাথে কথা বলে সম্মতি নিয়ে আয়োজন করা হয় বিয়ে!