জানেন, কে এই ব্যক্তি ?

কলকাতা টাইমসঃ
হাসিমুখে এই ব্যক্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। জানেন, কে এই ব্যক্তি? ইনি চীনের বিখ্যাত এক প্রাক্তন বাস্কেটবলার ইয়াও মিং। ২০০৯ সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তার সহ খেলোয়াড় তাকে জানান, তাকে বিয়ার খাওয়ার অফার দেওয়া হয়েছে।
এরপরই ক্যামেরার সামনে হেসে ফেলেন সকলে।সেই হাসির ছবিই পরবর্তীকালে মিম হয়ে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ২০১০ সালে ‘রেজ কমিক্স’ ক্যাম্পেনের মাধ্যমে তা আরও জনপ্রিয় হয়। প্রায় সাড়ে সাত ফুট লম্বা ৩৯ বছর বয়সী ইয়াং মিং চীনের সাংহাই প্রদেশের বাসিন্দা। মাত্র এক বছর বয়সেই একটি কানের শ্রবণশক্তি হারিয়েছিলেন মিং। বর্তমানে তিনি চীনা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।