জানেন, বাড়িতে কেন আমড়া গাছ ভুলেও লাগাতে নেই?
কলকাতা টাইমস
গ্রামেগঞ্জে শোনা যায়, বাড়ির উঠোনে আমড়া গাছ লাগাতে নেই। রাতে আমড়া গাছে ভূত থাকে। তবে আজকের গ্লোবাইলাইজেশনের দুনিয়াতে দাঁড়িয়ে ভূতের কোনও অস্বস্তি আছে বলে প্রমাণ পাওয়া যায় নি। কিন্তু সাবধনতার দিক থেকে প্রথাটি যুক্তি সঙ্গত। কারণ আমড়া গাছের ডাল খুব নরম। যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে চট করে ভেঙে পড়ে বিভিন্ন বিপদ ঘটাতে পারে।
এছাড়া ছোটরা আমড়া খাওয়ার লোভে যখন -তখন গাছে উঠে পড়ে। তাঁদের ভারে যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ডাল। তাতে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। আর তাই জন্যে আমড়া গাছ বাড়িতে না রাখার জন্যেই উপদেশ দিচ্ছেন অনেকে।