যোগী আদিত্যনাথের এই ১০টি অজানা সত্য জানলে আপনিও চমকে যাবেন!
ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিভিন্ন সময়ে মুসলিম বিদ্বেষী বক্তব্যসহ দাঙ্গা ও বলিউড অভিনেতাদের নিয়ে মন্তব্যের জেরে সারা ভারতে এক নামেই পরিচিত যোগী আদিত্যনাথ। আসুন তাকে নিয়ে এমন ১০টি অজানা তথ্য জানাই যা আগে কখনো শোনেন নি।
১. ১৯৯৮ সালে ২৬ বছর বয়সে উত্তরপ্রদেশের গোরখপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জেতেন যোগী আদিত্যনাথ৷ তিনিই ১২তম লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন৷ গোরখপুর থেকে ৫ বার সাংসদ নির্বাচিত হয়ে দিল্লীর লোকসভায় গিয়েছেন তিনি৷
২. ২০১৪ লোকসভা ভোটে প্রায় ১,৪২,৩০৯ ভোটে যেতেন তিনি৷ নিজের নির্বাচনী কেন্দ্র গোরখপুরে তার চেয়ে জনপ্রিয় অন্য কোনও নেতা নেই৷
৩. নানা সময় নানা বিতর্কিত মন্তব্যের জন্য তিনি শিরোনামে এসেছেন৷ হিন্দু মহাসভার প্রেসিডেন্ট মহন্ত অবৈদ্যনাথের স্থলাভিষিক্ত হন যোগী আদিত্যনাথ৷
৪. তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, অন্য ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করাই তার মূল লক্ষ্য৷ তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ‘একজন হিন্দু মেয়েকে যদি মুসলিম ছেলে ধর্মান্তর করে, তাহলে আমরা ১০০টা মুসলিম মেয়েকে হিন্দু বানাবো।’
৫. ২০০৫ সালে একটি জনসভায় তিনি বলেন, উত্তরপ্রদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত আমি শান্ত হব না৷” এরকম বিতর্কিত মন্তব্যের পরেও তার জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েই চলেছে৷
৬. যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং৷ সন্ন্যাসী হওয়ার পর তিনি নাম পাল্টান৷ তার বিএসসি ডিগ্রি রয়েছে৷ সংসদে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন৷
৭. ২০০৭ সালে গোরখপুর দাঙ্গার সময় তাকে জেলে যেতে হয়৷ অভিযোগ ছিল এই দাঙ্গায় তার হাত রয়েছে। এছাড়াও মুসলিম নামে যেসব রাস্তাঘাট ও গ্রাম ছিল সেগুলোর নাম হিন্দু নামে করে দিয়েছে।
৮. এই বিজেপি সাংসদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ঝুলে রয়েছে৷ দাঙ্গায় ইন্ধন জোগানো, নিজের কাছে বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷
৯. উত্তরপ্রদেশের যুবকদের নিয়ে যোগী আদিত্যনাথ তৈরি করেছেন ‘হিন্দু যুব বাহিনী’৷ তবে ওই সংগঠনের বিরুদ্ধেও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো অভিযোগ রয়েছে৷ এরাই লাভ জিহাদের বিরুদ্ধে লাভ ত্রিশুল বাহিনী তৈরি করে মুসলিম মেয়েদের ধর্মান্তর করার মতো অভিযোগও রয়েছে।
১০. শুরু থেকে বিজেপির সাথে থাকলেও বিজেপির সঙ্গে তার সম্পর্ক সবসময় মধুর থাকেনি৷ এমনকি মোদি সরকার গঠনের পরও হালকা টানাপোড়ন ছিল। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে উত্তর প্রদেশের ২১তম মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ।