এই ১১ ইংরেজি শব্দের অর্থ শুনলে চমকে যাবেন!
কলকাতা টাইমস :
একই শব্দের নানা অর্থ। বিভিন্ন ভাষায় এক-একটি শব্দ ব্যবহার করা হয় বিভিন্ন অর্থে। যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এমনই ১১টি ইংরেজি শব্দ আজ আপনার সামনে তুলে ধরলাম। যেগুলির বাংলা মানের সঙ্গে অন্যান্য ভাষার মানের কোনো সম্পর্ক তো নেইই, বরং দুটি অর্থ একে-অপরের ধারপাশ দিয়েও যায় না।
শব্দ এক, অর্থ অনেক…
Gift – উপহার (বাংলা), বিষ (জার্মান, স্যুইডিশ ও ড্যানিশ)
Fart – বাতকর্ম (বাংলা), দ্রুত (ড্যানিশ)
Car – গাড়ি (বাংলা), পুরুষ জনন অঙ্গ (অ্যালবানিয়ান)
Kiss – চুম্বন (বাংলা), মূত্র (স্যুইডিশ)
Preservative – সংরক্ষণ করা বস্তু (বাংলা), কন্ডোম (ফরাসি)
Brat – বাচ্চা (বাংলা), ভাই (রাশিয়ান)
Bra – মহিলাদের অন্তর্বাস (বাংলা), ভালো (স্যুইডিশ)
Peach – একটি ফল (বাংলা), যোনি (টার্কিশ)
Beach – সৈকত (বাংলা), মাঝখান (হিন্দি)
Sick – অসুস্থ (বাংলা), সঙ্গম (টার্কিশ)
Lol – হাঃ হাঃ (বাংলা), পুরুষ জননাঙ্গ (ডাচ)
এই তালিকা দেখার পর নিশ্চয়ই এবার শব্দপ্রয়োগের আগে একটু সতর্ক হবেন। কারণ কোনো বিদেশির সামনে আপনার ভাষার এমন কোনো আপাত শব্দ ব্যবহার করলেন, যা শুনে আপনার দিকে তাঁরা তেড়েও আসতে পারেন।