January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এই তথ্যগুলো শুনলে চমকে যাবেন!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

কেবারে অন্যরকম। একেবারে ব্যাকরণের বাইরে। চেনা আর পাঁচজন রাজনীতিবিদ, রাষ্ট্রনেতাদের থেকে একেবারে আলাদা। হেট হিম অর লাইক হিম, বাট ইউ কেন নট ইগনর হিম। এমনই তাকে নিয়ে বলা হয়।

তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সব হিসেব উল্টে ট্রাম্পই এখন মার্কিনমুলুকের পয়লা নম্বর ওয়ান। আসুন ট্রাম্পকে নিয়ে জেনে নিই কিছু অবাক করা কিছু তথ্য-

১) ডোনাল্ড ট্রাম্পের তিনটে বিয়ে। ইভানা ট্রাম্প, মার্লা ম্যাপলেস আর তার বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

২) ১৩ বছর বয়সে ডোনাল্ড ট্রাম্পকে মিলিটারি স্কুলে পাঠিয়েছিল তার পরিবার। কারণ তাদের মনে হয়েছিল অনুশাসন, শৃঙ্খলা জিনিসটা শেখা দরকার ট্রাম্পের।

৩) ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। এমন কথা লেখে এক মার্কিন ম্যাগাজিন। ট্রাম্প সেই ম্যাগাজিনের বিরুদ্ধে সরব হয়ে বলেন, ওরা আমার আসল উচ্চতা থেকে এক ইঞ্চি কমিয়ে দিয়েছে, এটা অন্যায়। ট্রাম্পের দাবি তার আসল উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।

৪) ডোনাল্ড ট্রাম্পের অভিজাত বোহেমিয়ান জীবন, নারীঘটিত কেলেঙ্কারির কথা শোনা গেলেও, উনি কিন্তু কোন নেশা জাতীয় দ্রব্য পান করেন না। কারণ ১৯৮২ সালে ট্রাম্পের দাদা অত্যধিক অ্যালকোহল সেবনের কারণে মারা যান।

৫) ক্যাসিনো, হোটেল, রিয়েল এস্টেটের কোম্পানিও ছিল। ২০০৭ সালে ট্রাম্প মার্কিন বাজারে নিয়ে এসেছিলেন ডাচ ভোদকা। তবে একেবারেই চলেনি সেই ভোদকা।

৬) ১৯৯০ সালে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেদিন বলেছিলেন, এটা সাময়িক, ভাল দিন আসছে। ২০০০ সাল থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান।

Related Posts

Leave a Reply