জানলে অবাক হবেন ভারতের এই গ্রামের সব পরিবারই কোটিপতি!
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে অরুণাচল প্রদেশের একটি গ্রামের জমি অধিগ্রণ করেছে।
গ্রামে মোট পরিবার রয়েছে ৩১টি। বোমজা নামের এই গ্রামে মোট অধিগৃহীত জমির পরিমাণ ২০০.০৫৬ একর। সেনাবাহিনী এই জমি অধিগ্রহণ করেছে। সরকার তার ক্ষতিপূরণ দিয়েছে।
চেক হাতে পাওয়ার পরই কোটিপতি অরুণাচলের বোমজা গ্রামের বাসিন্দারা। একটি পরিবার সর্বোচ্চ ৬.৭৩ কোটি টাকা। সব পরিবারই গড়ে এক কোটি টাকার বেশি হাতে পেয়েছে।
গত সোমবার জমি বাবদ চেক গ্রামবাসীদের হাতে তুলে দেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তিনি বলেন, সারা রাজ্যে এভাবে আরো অনেক জমি অধিগ্রহণ হবে। কেন্দ্রে তা নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা করছে।
অরুণাচলে বিজেপির সরকার রয়েছে। পেমা খাণ্ডু এই অনুষ্ঠানে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যের উন্নতিতে মোদী সরকার কাজ করছে বলেও দাবি করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী।