কেউ ভেবলি, কেউ পাও, টালিউড অভিনেত্রীদের ডাকনাম শুনলে হেঁসে কুল পাবেন না !
কলকাতা টাইমস :
এই টালিউড অভিনেত্রীদের আপনারা সকলেই চেনেন। বড়পর্দায় দেখেন তাদের। কিন্তু এদের ডাকনাম কী? গ্ল্যামারাস শুভশ্রীকে কেউ পুটাই বলে ডাকেন? আসলে এটাই নায়িকার ডাকনাম।
শ্রাবন্তীর ডাক নাম গিন্টু। ছোটবেলায় তাকে পুতুলের মতো দেখাতো। সে কারণে নায়িকার বাবা দিয়েছিলেন এই আদরের নাম।
সস্তিকা মুখোপাধ্যায়ের ডাকনাম ভেবলি। এই নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে অনেকেই তাকে এখন এই নামেই ডাকেন।
রাইমা সেনের বহু ডাক নাম। ডলস, ডলি বলে তাকে ডাকেন প্রিয়জনেরা। তবে প্রকাশ্যে বহুবার মুনমুন সেন রাইমাকে ডলু নামে সম্বোধন করেছেন।
পাও। ঠিক এই নামেই পাওলিকে সম্বোধন করেন প্রিয়জনেরা। তার ভাল নামকেই একটু ছোট করে নিয়ে তৈরি হয়েছে ডাকনাম।
চুমকি। ঋতুপর্ণা সেনগুপ্তকে এই নামেই ডাকতেন তার বাবা।
অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। তিনি নিজেও এই নাম বেশ পছন্দ করেন।