January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এই মেশিন পরলেই ঘুমে কাদা !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
রলেই ঘুম ! এরকমই এক মেশিন এবার আসতে চলেছে বিশ্ব বাজারে ৷ যা পরলেই ঘুম আসতে বাধ্য ৷ আপাতত এই মেশিন নিয়ে চলছে পরীক্ষা-নীরিক্ষা ৷ মার্কিন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকই তৈরি করে ফেলেছেন এই মেশিন ৷ এখন শুধু চলছে শেষপর্যায়ের পরীক্ষা ৷ শেষ পর্যায়ের পরীক্ষার জন্য মেশিনটি লাগানো হয়েছে প্রায় ১০০ জন নানা বয়সি মানুষের মধ্যে ৷ তা কীভাবে কাজ করবে এই ঘুম পাড়ানি মেশিন !
গবেষকরা জানিয়েছেন, যারা নিয়মিত অনিদ্রার কারণ অবচেতন মনে লুকিয়ে থাকা টেনশন ও স্ট্রেস ৷ আর এই স্ট্রেসই অনিদ্রাকে বাড়িয়ে তোলে ৷ গবেষকরা জানিয়েছেন, অবচেতন মনের স্ট্রেস কোনও ওষুধে দূর করা সম্ভব নয় ৷ মনকে শান্ত রাখাটাই সবচেয়ে বেশি জরুরী৷
গবেষকরা জানিয়েছেন, এই মেশিন এই কাজটিই করে ৷ মনকে শান্ত করে ঘুম আসতে সাহায্য করে ৷ নিউ ইর্য়ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, চোখের ওপর পট্টির মতো এই মেশিন পরতে হয় ৷ নরম প্যাড দিয়ে তৈরি হয়েছে এই মেশিন ৷ প্যাডের মধ্যে থাকা এক ধরণের নরম আলোই ঘুম পারিয়ে দিতে সাহায্য করছে ৷
শেষপর্যায়ের পরীক্ষার পরই বাজারে আসবে এই মেশিন ৷ গবেষকদের কথায়, এই মেশিন বাজারে এলে উপকৃত হবে অনেকেই ৷ 

Related Posts

Leave a Reply