চীনের জিনিস সস্তা কেন জানলে চোখ কপালে উঠবে
কলকাতা টাইমস :
একই জিনিস ভারতসহ অন্যান্য দেশ তৈরি করছে অথচ, চীন থেকে আসা সেই জিনিসের দাম আরও সস্তা। সম্প্রতি, ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয় জানতে চান বিরোধীরা। এবার সে প্রশ্নের জবাব দিল কেন্দ্র। তারা জানিয়েছে, চীন সরকার তাদের উৎপাদন খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দেয়। পাশাপাশি, চীনে ছোট ছোট কারখানায় প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার জন্য তারা জিনিসের দাম কমিয়ে বাজারে ছাড়তে পারে।
ভারতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, চীনে অধিকাংশই ছোট কারখানা। ভর্তুকির পাশাপাশি তাদের করের পরিমাণও কম। সে জন্য ওই সব কারখানায় উৎপাদিত জিনিসের দামও অপেক্ষকৃত কম।
পাশাপাশি মন্ত্রীর দাবি, চীন সরকারের ভর্তুকির বিষয়টি অস্বচ্ছ। সরকার কী হিসাবে কোন দ্রব্যের উপর ভর্তুকি দেয়, সে বিষয়ে কোনও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য এই কেন্দ্রীয় মন্ত্রীর। বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটা চীন সরকারের কৌশল বলেও মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।