January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

রাজার কুকুরকে অপমানের দুঃসাহস, শ্রীঘরে যুবক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত বড় সাহস! রাজার কুকুরকে অপমান? ফেসবুকে রাজার কুকুরকে নিয়ে হাসি-ঠাট্টা-মজা-ইয়ার্কি! একদমই বরদাশত করে হবে না। এই ‘দণ্ডনীয় অপরাধ’-এর জন্য অবশেষে হাজতবাস হলো এক যুবকের। ঘটনাটি থাইল্যান্ডের।

বছর ২৭-এর ওই যুবকের নাম থানাকরন শ্রীনিপাইবুন। রাজপরিবারের মানহানি করা হয়েছে, এই মর্মে গ্রেপ্তার করা হয় তাকে। ৬ ডিসেম্বর ফেসবুকে রাজার কুকুরকে নিয়ে তিনটি ছবি পোস্ট করেছিলেন থানাকরন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও সাইবার ক্রাইমের ধারাতেও মামলা দায়ের হয়েছে।

রাজপরিবারের মানহানি আইন বিশ্বের মধ্যে সবচেয়ে নির্দয় ও নির্মম থাইল্যান্ডে। দোষী প্রমাণিত হলে ৩৭ বছর জেল হতে যে কারুর ।

Related Posts

Leave a Reply