হাত নয়, নখের ১৬টি লক্ষণেই আপনার ভবিষ্যৎ
যদি কারো হাতের নখের মাঝখানটা উঁচু হয় তাহলে সেই মানুষের দীর্ঘায়ু না হবার সম্ভাবনা বেশি। নখের গোড়ার মাংস এবং চামড়া যদি অর্ধচন্দ্রাকৃতির হয় তাহলে সেই মানুষ বেশি দিন বাঁচবে। কেমন হয় যদি মানুষের হাতের নখ দেখে জানা যায় তার ভবিষ্যৎ? চমৎকার হয়, তা বলাই বাহুল্য। প্রকৃত অর্থে ভবিষ্যৎকথনের একটি প্রাচীন পদ্ধতি হল অনিয়োকোমান্সি।
গ্রীক ভাষায় ‘অনিয়ো’ কথাটির অর্থ হল নখ। তা থেকেই এসেছে অনিয়োকোমান্সি শব্দটি। এই চর্চায় মানুষের নখের আকৃতি, রঙ ইত্যাদি দেখে মানুষের ভবিষ্যৎ জানার চেষ্টা করা হয়। এখানে রইল সেই অনিয়োকোমান্সির ১০টি সূত্র, যা অনুসরণ করলে কারোর ভবিষ্যৎ সম্পর্কে আঁচ পাওয়া যাবে:
১. হাতের নখ যদি বাঁকাচোরা হয় তাহলে বুঝতে হবে সেই মানুষ লোভী।
২. যদি কারো হাতের নখের মাঝখানটা উঁচু হয় তাহলে সেই মানুষের দীর্ঘায়ু না হবার সম্ভাবনা বেশি।
৩. নখের গোড়ার মাংস এবং চামড়া যদি অর্ধচন্দ্রাকৃতির হয় তাহলে সেই মানুষ বেশি দিন বাঁচবে।
৪. যদি কেউ ঘুমের মধ্যে লম্বা নখের স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে সেই মানুষের সম্পর্কের ক্ষেত্রে কোনও জটিলতা চলছে।
৫. ছোট নখের স্বপ্ন দেখলে আবার অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৬. যদি কেউ দাঁতে নখ কাটার স্বপ্ন দেখেন তাহলে কয়েকদিনের মধ্যেই তাঁকে ডাক্তারের কাছে যেতে হতে পারে।
৭. আবার নখ কাটার স্বপ্ন জীবনে উন্নতির প্রতীক।
৮. তর্জনীর নখে সাদা দাগ দেখা গেলে নতুন বন্ধু জুটবে।
৯. মধ্যমার নখে সাদা দাগ নতুন শত্রুর প্রতীক।
১১. অনামিকার নখে সাদা দাগ থাকলে বুঝতে হবে অর্থ এবং প্রেমের ভাগ্য উজ্জ্বল।
১২. কড়ে আঙুলের নখে সাদা দাগ দেখা গেলে আবার বোঝা যাবে কিছুদিনের মধ্যে বেড়াতে যাবার সম্ভাবনা রয়েছে।
১৩. বুড়ো আঙুলের নখে সাদা দাগ দেখা গেলে আপনি কোনও উপহার পেতে চলেছেন।
১৪. নখের রঙ হলুদ হলে বুঝতে হবে লিভারের বা ফুসফুসের সমস্যা রয়েছে।
১৫. কালো রঙের নখ ভিটামিন ১২-র অভাবের লক্ষণ।
১৬. যাদের নখ সহজেই ভেঙে যায় তার আয়রণের অভাব বা থাইরয়েডের রোগে ভুগছে।