January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নিজের অবসরের সময় জানালেন যুবরাজ সিং 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিং। প্রায় এক বছর হতে চললো তিনি ভারতীয় দলে সুযোগ পাননি। দীর্ঘদিন জাতীয় দলে ব্র্যাত্য এই তারকা সর্বশেষ টিম ইন্ডিয়ার হয়ে ২০১৭ সালের জুনে মাঠে নেমেছিলেন। আর তারই জের ধরে এবার ক্রিকেটকে বিদায় জানানোর ‘ক্ষণ’ জানালেন এই তারকা। ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। আর সে বছরের শেষেই ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় এই অলরাউন্ডার।

অবসর প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘২০১৯ সাল পর্যন্ত খেলে যেতে চাই। সেই বছরের শেষের দিকে ক্রিকেটকে বিদায় জানাবো।’ ৩৬ বছর বয়সী যুবরাজ আরও বলেন, ‘প্রত্যেককেই একটা সময় সিদ্ধান্ত নিতে হয়। আমি সেই ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’ বর্তমানে যুবরাজ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। যুবরাজ তার ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে ১৭টি সেঞ্চুরিসহ ১০ হাজারের ওপরে রান করেছেন তিনি। পাশাপাশি রয়েছে ১৪৮টি উইকেট।

 

Related Posts

Leave a Reply