মালয়েশিয়ায় প্রবল চাপে জাকির নায়েক
কলকাতা টাইমসঃ
ঢেকি স্বর্গে গিয়েও নাকি ধান ভাঙ্গে। এই প্রবাদটাই আজ সত্যি হলো ভারত থেকে পালিয়ে যাওয়া জাকির নায়েকের ক্ষেত্রে। এবার মালয়েশিয়াতে গিয়েও দেশের সাম্রদায়িকতা নষ্ট করার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে। যে কারণে মালয়েশিয়া জুড়ে তার সমস্ত রকম বক্তৃতা নিষিদ্ধ ঘোষণা করলো সেদেশের পুলিশ প্রশাসন। এমনকি তাকে ভারতের হাতে প্রত্যর্পণের পক্ষে সওয়াল করেছেন মালেশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান ।
সম্প্রতি বিদ্বেষ মূলক মন্ত্যব্যের কারণে তার স্থায়ী নাগরিকত্ব কেড়ে নেওযার আহ্বান জানান মালয়েশিয়ার তিনজন মন্ত্রী। গত রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বলেন, চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কথা বলে সীমা লঙ্ঘন করেছেন জাকির নায়েক। প্রসঙ্গত, এর মধ্যেই জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারী ও মৌলবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত জাকির নায়েক।