মাত্র ১ শতাংশ যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক দিন রাশিয়াকে বুঝে নেবো: ন্যাটোর কাছে দাবি জেলেনস্কির
কলকাতা টাইমসঃ
ন্যাটোর কাছে সামরিক অস্ত্র চেয়ে সাহায্যের আবেদন জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আজ ন্যাটোর জরুরি সভায় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। জেলেনস্কি বলেন, মানুষ এবং শহর রক্ষার ইউক্রেনের অস্ত্রের প্রয়োজন। আপনারা আমাদেরকে আপনাদের ১ শতাংশ যুদ্ধ বিমান, ১ শতাংশ ট্যাঙ্ক দিন। তাতেই আমরা রাশিয়ার সঙ্গে যুঝতে পারবো।
জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনের পর রাশিয়া ন্যাটো সদস্যভুক্ত দেশ টার্গেট করবে। তাঁর ধারণা রাশিয়ার এরপরের লক্ষ্য হলো পোল্যান্ড। এভাবেই পূর্ব ইউরোপের ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে রাশিয়া তার অগ্রাসন চালাবে বলেই মনে করেন তিনি।