ম্যাচ ফিক্সিঙ্গে প্ররোচনা দিয়ে ২০ বছরের জন্য নির্বাসনে জিম্বাবোয়ের ক্রিকেট কর্তা নায়ার
নিউজ ডেস্কঃ
ফিক্সিং কেলেঙ্কারিতে প্ররোচনার দায়ে জিম্বাবুয়ের এক ক্রিকেট কর্তাকে সব ধরনের ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর অক্টোবরে জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে একটি আন্তর্জাতিক ম্যাচে ৩০ হাজার টাকার বিনিময়ে ফিক্সিংয়ে প্রলুব্ধ করেছিলেন তিনি।
ক্রেমার আইসিসির কাছে বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ রিপোর্ট করেন। এরপর থেকে বিষয়টির তদন্ত করছিল সংস্থাটি। সেই তদন্ত শেষে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত। রাজান নায়ার নামের ওই অফিসিয়াল হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেজারার। অভিযোগ স্বীকার করে নিয়েছেন নায়ার। গত ১৬ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শার এ বিষয়ে বলেন, আমি তদন্তের এই ফল ও নিষেধাজ্ঞাকে স্বাগত জানাই। অপরাধের তীব্রতা বিবেচনা করেই দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে। গ্রায়েম ক্রেমারকে ধন্যবাদ জানাই, কারণ সে অত্যন্ত পেশদারিত্বের সঙ্গে এই প্রক্রিয়ায় যুক্ত ছিল।