January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ম্যানইউর কোচ হতে চলেছেন জিনেদিন জিদান 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সবকিছু ঠিকঠাক থাকলে অন্য কোথাও নয়, জিনেদিন জিদানকে কোচ হিসেবে দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের। রিয়াল মাদ্রিদের অন্যতম সফল কোচ তিনি। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেই বার্নাব্যু ছেড়েছিলেন তিনি।

জিদানের ভবিষ্যৎ নিয়ে তারপর থেকেই নানান জল্পনা চলছিল। প্রথম দিকে খবর পাওয়া যাচ্ছিলো, কাতারের কোনও ক্লাবে কোচের দায়িত্ব নিয়ে চলে যেতেন পারেন তিনি। আবার জুভেন্টাসে রোনাল্ডোদের সঙ্গে রি-ইউনিয়নের জল্পনাও ভেসে উঠছিল। এর মধ্যেই খবর, হোসে মোরিনহোর জায়গায় ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হিসেবে আসছেন বিশ্বকাপজয়ী ফরাসি এই তারকা। তবে এই মরসুমে নয়, পরের গ্রীষ্মে দেখা যাবে জিদানকে।

অনেক আশা করে মোরিনহোকে আনা হয়েছিল রেড ডেভিলসদের সংসারে। কিন্তু তিনি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। দলের অনেকেই মোরিনহোর কোচিং স্টাইলে খুশি নন। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বিদায় ঘটছে চলেছে তার। ওল্ড ট্র্যাফোর্ডেই জিদানের কোচিংয়ে খেলবেন পল পোগবা ও অ্যান্থনি মার্শালরা।

Related Posts

Leave a Reply