November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নিজে মারলে তবেই খান জুকারবার্গ! বিখ্যাত ব্যক্তিদের খাবার নিয়ে এমনই পাগলামি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

র কিছুতে মিল থাকুক কিংবা না থাকুক, এখন অব্দি সফলতার নাগাল পাওয়া সব মানুষের ভিতরে একটা জায়গায় মিল থাকতে দেখা যায়। আর সেটা হচ্ছে পাগলামি! মাথা ভর্তি পাগলামি নিয়ে পৃথিবীকে সবসময়েই নতুন আর চমকে দেওয়া নানা আবিষ্কার উপহার দিয়েছেন এই মানুষগুলো। তবে কেবল কর্মক্ষেত্রে নয়, সফলদের অদ্ভূত সব ব্যাপারের নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জীবনের প্রতিটি কোণায়। এ তালিকা থেকে বাদ পড়েনি তাদের খাদ্যাভ্যাসও। আর সকলের চাইতে খানিকটা অন্যরকম খাদ্যাভ্যাসের সাথে অভ্যস্ত এই সফলেরা।  সফলদের এমনই কিছু পাগলামি ভরা অদ্ভূত খাদ্যবাতিকের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১. নিজের শিকার ছাড়া কিছুই খান না মার্ক জুকারবার্গ
শুনতে অনেকটা অবিশ্বাস্য হলেও সত্যি যে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সৃষ্টিকর্তা মার্ক জুকারবার্গ কেবল সেসব প্রাণীই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন যেগুলোকে নিজের হাতে মেরেছেন। তবে ছাগল, শূকর আর মুরগীই থাকে এক্ষেত্রে তার খাদ্য তালিকায়। নিজের এই খাদ্যাভ্যাসটি নিয়ে বলতে গিয়ে জুকারবার্গ জানান, খাবার কোথা থেকে আসছে সেটা অনেকে জানতে না চাইলেও তিনি ভাবেন সেটা সকলেরই জানা উচিত। আর তাই পশুর খামার থেকে তিনি নিজেই নিজের জন্যে পশু বাছাই আর জবাই করার কাজটা সম্পন্ন করেন ।

২. বাড়ির আগাছাতেই তৃপ্তি মিলতো হেনরি ফোর্ডের
আরও অনেকের মতোই হেনরি ফোর্ড ছিলেন নিরামিষাশী। তবে তাঁর নিরামিষের উৎস ছিল অদ্ভূত। হেনরি ফোর্ড কখনই খাবার কিনতে বাড়ির বাইরে বেরোতেন না। নিজের বাগানে জন্মানো আগাছার ওপরে নির্ভর করতেন তিনি। মাঝে মাঝে রাস্তার পাশের ছোটখাটো গাছও খেয়ে ফেলতেন তিনি। কিন্তু বাজার? কখনই না!

৩. সপ্তাহে একটি খাবারই খেতেন স্টিভ জবস
অ্যাপলের পিছনের এই বিখ্যাত মানুষটি প্রতি সপ্তাহে যে কোনও একটি খাবার বেছে নিতেন এবং সারা সপ্তাহ ধরে সে খাবারটিই খাওয়ার চেষ্টা করতেন। সেটা কখনও আপেল, কখনও গাজর কিংবা অন্যকিছু হত। তবে যেটাই বাছাই করুন না তিনি, একসঙ্গে এতোগুলো খেয়ে ফেলতেন যে তাতে মাঝে মাঝে উল্টো প্রতিক্রিয়াও হত। একবার অতিরিক্ত গাজর খাওয়ার ফলে স্টিভ জবসের শরীরের রঙ কমলাটে হয়ে গিয়েছিল। তবে সে যেটাই হোক না কেন, এই খাদ্যাভ্যাসটি শরীরকে দূর্গন্ধ থেকে মুক্ত রাখে বলেই মানতেন স্টিভ জবস। তাই সপ্তাহে স্নানও করতেন মাত্র একবার।

৪. নিজের মূত্র পান করেন লিয়োটো মেসিন্ডা
সাবেক ইউএফসি লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন তারকা লিয়োটো মেসিন্ডা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা পানীয় গলায় ঢেলে নেন। আর সেটি হচ্ছে নিজের মূত্র। বাবার দেওয়া পরামর্শ অনুসারেই এ কাজ করতেন বলে জানান লিয়োটো। শুধু তাই নয়, মানব মূত্রকে প্রাকৃতিক ঔষধি বলেও মনে করেন তিনি।

Related Posts

Leave a Reply