লকডাউনের ফলে সম্পদের চূড়োয় পৌঁছলেন জুকেরবার্গ
কলকাতা টাইমসঃ
একেই বোধ হয় বলে কারো সর্বনাশ তো কারো পৌষমাস। করোনার কারণে মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনিনীতি। সামাল দিতে নাকানি চোবানি খেতে হচ্ছে অন্যতম শক্তিধর দেশগুলিকে। কোটি কোটি মানুষের দারিদ্রসীমার নিচে চলে যাওয়ার আশংকার মাঝেই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে নাম লেখালেন ফেসবুকের সর্বময় কর্তা মার্ক জুকেরবার্গ।
তালিকায় শীর্ষে রয়েছেন জেফ বেজোস। দ্বিতীয়, বিল গেটস। দেখা গেছে, জুকেরবার্গের সম্পদের পরিমাণ এখন ৮৭.৮ বিলিয়ন মার্কিন ডলার। বছরের প্রথম ৩ মাসে ফেসবুকের আয় ছিল ১৭.৭৪ বিলিয়ন ডলার। এই সময় ডেইলি ইউজার ছিল ১৭৩ কোটি। তাদের মাদার কর্নসার্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ডেইলি ইউজার ছিল ৩০০ কোটি।