January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

তিমির রক্তে লাল হয় উঠলো সমুদ্র!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সাগরের জল অন্য কোনো কারণে লাল হয়নি, রীতিমতো তিমির তাজা রক্তে লাল হয়েছে। ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের ২০০ মাইল উত্তরের ফেরো আইল্যান্ডে। সেখানে বেশ কয়েক ডজন তিমিকে হত্যা করা হয় গত ৩০ জুলাই। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এদিকে দ্বীপটিতে বহু আগে থেকেই তিমি হত্যার এমন বীভৎস উৎসব পালিত হয়। এতে স্থানীয় প্রশাসনের অনুমোদনও রয়েছে। বৈধভাবে বিশ্বের যে কটি স্থানে তিমি শিকার করা হয় এটি তার অন্যতম।

শিকার করার জন্য প্রথমে তিমিগুলোকে তাড়িয়ে একটি সংকীর্ণ স্থানে নিয়ে আসা হয়। এরপর সেগুলোকে ধারালো অস্ত্রের সাহায্যে হত্যা করে খাবার ও বিভিন্ন কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়। ব্লু প্ল্যানেট নামে একটি পরিবেশবাদী সংস্থা এই ঘটনার প্রতিক্রিয়ায় ঘটনাস্থল ফেরো আইল্যান্ডকে একটি ‘আদিম দ্বীপ’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের ২১ শতকে যোগদানের জন্যও আহ্বান জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply