দেড় কোটির মুরগি! শুনেই ভিমরি খাবেন
প্রায় আড়াই কেজি ওজনের একটি মুরগি। তার দাম কত হতে পারে বলে আপনার মনে হয় ? বলবেন কত আর খুব বেশি হলে ৫০০ টাকা। তাহলে আপনি তো ভেনেজুয়েলায় এই ওজনের একটি মুরগি দাম শুনে ভিমরি খাবেন। কিনতে পকেট থেকে খরচ করতে হয়েছে এক কোটি ৪৬ লাখ বলিভার। যা বাংলাদেশি টাকায় আসে ১৫ হাজার ১৮৪ টাকা। দেশটিতে নিত্যদিনের গৃহস্থালি সামগ্রী, পণ্য ও খাবার কিনতে গেলেই মুদ্রাস্ফীতির ব্যাপকতা বোঝা যায়।
এমন অবস্থায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ২০ আগস্ট থেকে নোটের শেষে পাঁচটি শূন্য বাদ দিয়েছেন। অর্থাৎ এক লাখের একটি নোটের মান দাঁড়িয়েছে ১ বলিভার।
ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতি কোনোভাবেই থামানো যাচ্ছে না। এক রোল টয়লেট পেপারের দাম যেয়ে ঠেকেছে ২৬ লাখ বলিভারে। এক কেজি টমেটোর দাম পাঁচ লাখ। এক কেজি মাংসের দাম ৯৫ লাখ বলিভার। আর চালের দাম ২৫ লাখ বলিভার। ভেনেজুয়েলায় এখন সব কিছুই অগ্নিমূল্য। লাফ দিয়ে বাড়ছে প্রতিটি পণ্যের দাম।
তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে ভেনেজুয়েলায়। দেশটির মুদ্রা একপ্রকার মূল্যহীন কাগজে পরিণত হয়েছে। এ বছরের জুলাই মাসে মূদ্রাস্ফীতির হার ছিল ৮২ হাজার সাতশ’ শতাংশ।