November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

সাবধান! সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

নারীর রূপ দেখে পুরুষরা নিজের মন ও চোখকে দমাতে পারেন না। সুন্দরী দেখলে পুরুষরা তারদিকে তাকবেই এটাই স্বাভাবিক। আবার সেই মহিলা একটু বেশিই সুন্দরী হন, তাহলে লাজলজ্জা ভুলে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেও দেখা যায় অনেক পুরুষকে৷ তবে সাবধান, সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর৷

একদল গবেষক বলছেন, আকর্ষনীয় মহিলার সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মানসিক চাপ বাড়তে থাকে৷ এমনকি এই চাপ বাড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে!

স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সুন্দরী মহিলাদের নিয়ে এমন মতামত প্রচার করছেন। তারা মনে করেন, একজন পুরুষ সুন্দরী মহিলার পাশে পাঁচ মিনিট বসলেই নাকি পুরুষের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায়৷ যা শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের প্রবাহ বাড়িয়ে দেয়৷ আর বিপত্তি সেখানেই৷ এই হরমোনের বাড়তি প্রবাহ আবার হৃদযন্ত্রের নানা রোগের জন্য দায়ী৷

তবে গবেষকরা বলেছেন, পুরুষদের মধ্যে যারা মহিলাদের কাছ থেকে সবসময় দূরে থাকতে ভালোবাসেন তাদের জন্য সুন্দরীরা একটু বেশি ক্ষতিকর৷

৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের উপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৷ এসব স্বেচ্ছাসেবীদের ভিন্ন ভিন্ন সময়ে এককভাবে একটি কক্ষে বসিয়ে সুডোকু পাজল এর সমাধান করতে বলা হয়৷ এসময় অপরিচিত সুন্দরী এক মহিলাকে ঢুকিয়ে দেয়া হয় সেই রুমে৷ আর তাতেই নাকি অনেকের শরীরে কোট্রিসল এর প্রবাহ বেড়ে যায়৷ কিন্তু মহিলার  জায়গায় কোন পুরুষ রুমে ঢুকলে স্বেচ্ছাসেবী পুরুষদের মধ্যে কোন পরিবর্তন দেখা যায়নি৷

গবেষকরা আরো বলছেন, অধিকাংশ পুরুষ তার আশেপাশে কম বয়সী সুন্দরী মহিলা দেখলে প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন৷ সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন এমন পুরুষ পাওয়া যাবে না বললেই চলে ৷

Related Posts

Leave a Reply