পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ব্যাপক জঙ্গি ধরপাকড়
কলকাতা টাইমসঃ
জঙ্গিদের ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে পাকিস্তানে। ইতিমধ্যেই ৪৪ জন জঙ্গিকে আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ছেলে এবং ভাই। শোনা যাচ্ছে মাসুদ আজহারের গ্রেফতারিও এখন শুধুই সময়ের অপেক্ষা।
ভারতের এয়ার স্ট্রাইকের পর থেকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ওপর তৈরী হয়েছে প্রবল আন্তর্জাতিক চাপ। আর ঠিক সেই কারণেই পাকিস্তান এই ধরপাকড় শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কাওকেই সরকারি ভাবে গ্রেফতার করেনি পাকিস্তান। তাদের কেবল আটক দেখানো হয়েছে। এই বিষয়টিই পাকিস্তানের সদিচ্ছা নিয়ে বড় সরো প্রশ্নের সম্মুখে দাঁড় করাচ্ছে তাদের।
জানা গেছে, ওই ৪৪ জনের মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুর রাউফ, মাসুদের ছেলে হাম্মাদ আজহারও। উল্লেখ্য, ভারত পাকিস্তানের হাতে যে তালিকা তুলে দিয়েছিল, তাতে এই মুফতি আব্দুর রাউফ ও হাম্মাদ আজহারের নাম ছিল। প্রসঙ্গত এর আগেও মাসুদ আজহারকে গ্রেফতার করতে বাধ্য হয় পাকিস্তান। তাকে নজরবন্দি করে রাখা হয়। পরবর্তীকালে তাকে ছেড়েও দেওয়া হয়।