November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বাঙালির খরচ কমানোর সেরা ১২ পদ্ধতি, না জানলে জীবনই বৃথা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বার আয় একনয়, কিন্তু সংসার সকলেই করতে হয়। আয় যেমনই হোক, সংসার খরচ কমাতে হবে। এই ধারণা নিয়ে বাঙালির এমন কিছু অভ্যাস আছে, যা সত্যিই অনবদ্য। অননুকরণীয়। ধনী থেকে গরিব— সব সংসারেই পাবেন এমন উদাহরণ।

আয় থাকলেই খরচ করতে হবে না কি! অপচয় করা যাবে না। স্বামীকে সাথ দিতে বাঙালি গিন্নিরা কত কিছুই না করেন। তেমনই ভাবনার বাছাই এক ডজন এই রকম—

১। দরকার থাকুক আর না থাকুক, কম অফার শুনলেই কিনে ফেলতে হবে।

৩। দু’ঘণ্টা এসি চালিয়ে ফ্যান চালিয়ে ঘুম।

৪। টুথপেস্ট হোক বা ক্রিম, শেষ বিন্দু পর্যন্ত বের করে নিতে হবে।

৫। বড় ছেলের পুরনো জামা রেখে দিতে হবে। ছোট ছেলে পরবে।

৬। সারা মাসের খবরের কাগজ রেখে দিয়ে মাসের শেষে বিক্রি।

৭। পুরনো শাড়ি দিয়ে জানালার পর্দা থেকে লেপের ওয়াড়— সবই হতে পারে।

৮। ফুটপাথ থেকে দরাদরি করে কেনাকাটায় অনেক সস্তা হয়।

৯। বরের অফিসের নম্বরে মিসড কল। তার পরে হাঁ করে অপেক্ষায় থাকা।

১০। মিনার‌্যাল ওয়াটার কিংবা কোল্ড ড্রিংকের খালি বোতলেই প্রতিদিনের জল পান।

১১। শ্যাম্পু শেষ হওয়ার পরে জল ভরে আরও দু’দিন চলবে।

১২। ছোটদের পোশাক এক সাইজ বড় কেনাই ঠিক। বেশি ব্যবহার করা যাবে।

Related Posts

Leave a Reply