আম্পায়ারের পোশাকেই শেষ করলেন জীবনের ইনিংস !
কলকাতা টাইমসঃ
ক্রিকেট ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পাকিস্তানি আম্পায়ারের। এই ঘটনায় ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। পাকিস্তানের গুলবার্গের ঘটনা। আইনজীবীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারিং করছিলেন নাসিম শেখ। আম্পায়ারিংয়ের প্রথাগত প্রশিক্ষণও নেওয়া ছিল তার। পাকিস্তানের ঘরোয়া লীগে আম্পায়ার হিসেবে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি।
ম্যাচ চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ৫৬ বছর বয়সী নাসিম। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসায় সাড়া না মেলায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান নাসিম। একজন দক্ষ আম্পায়ার হিসেবে নাসিম শেখ দীর্ঘদিন কাজ করেছেন। আম্পায়ারের পোশাকেই জীবনের ইনিংস শেষ করলেন তিনি।