November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

শর্ত লাগান, হেমার এই ১০টি তথ্য আজও আপনার অজানা ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জ হেমা মালিনীর জন্মদিন। ১৯৪৮ সালের ১৬ অক্টোবর বলিউডের ড্রিম গার্লের জন্ম হয়। তিনি একাধারে অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ। হেমা মথুরা লোকসভা আসন থেকে নির্বাচিত বিজেপির সাংসদ। এক নজর দেখে নেওয়া যাক হেমার জীবনের অজানা তথ্য।

১) নাচই হেমার জীবনের মূল মন্ত্র। নাচই তার প্রথম ভালবাসা।

২) দ্বাদশ শ্রেণিতে থাকাকালীন পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন হেমা মালিনী।

৩) তারকাসুলভ গুণ না থাকায় হেমাকে ছবিতে নিতে চাননি তামিল পরিচালক সিভি শ্রীধর। পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন জয়ললিতা।

৪) ১৯৬৫ সালে ‘পাণ্ডব বনবাসম’ ছবির একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে প্রথম বলিউডে প্রবেশ তাঁর।

৫) ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সালের মধ্যে বলিউডের চতুর্থ সর্বাধিক উপার্জনকারী নায়িকা ছিলেন হেমা।

৬) জিতেন্দ্র এবং সঞ্জীব কুমার হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। হেমা প্রস্তাবে রাজি না হওয়ায় শোনা যায় সঞ্জীব মদের নেশায় ডুবে যান।

৭) জিতেন্দ্রর সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর একদম শেষ মুহূর্তে তা ভেঙে দেন হেমা। তারপরে হেমা ঠিক করেন ধর্মেন্দ্রকে বিয়ে করবেন। কিন্তু, বাধ সাধেন ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কউর।

৮) ধর্মেন্দ্রের বড় ছেলে সানি দেওল থেকে মাত্র ছ’বছরের বড় হেমা মালিনী।

৯) নাট্য বিহার কলাকেন্দ্রের প্রতিষ্ঠা করেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন হেমা।

১০) সর্বমোট ১১ বার ফিল্ম ফেয়ার পুরষ্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান। ২০০০ সালে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন।

Related Posts

Leave a Reply