May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

  মধ্যপ্রাচ্যের ১০টি দেশে ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে আমেরিকার   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশে ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি সৈন্য মোতায়েন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে যুদ্ধ বাধলে এই সমস্ত সেনাঘাঁটিগুলিই আমেরিকার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলুন দেখে নেওয়া যাক কোথায় কত সেনা মজুত রয়েছে আমেরিকার….

ইরাক: বাগদাদের কূটনৈতিক এলাকা এবং আল আসাদ বিমান ঘাঁটিতে আনুমানিক ছয় হাজারমার্কিন সেনা বর্তমান।

কুয়েত: মধ্যপ্রাচ্যেআমেরিকার অন্যতম মিত্র দেশ কুয়েত।এখানে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে প্রায় ১৩ হাজার সৈন্য রয়েছে।

সিরিয়া: ধীরে ধীরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এখনো ৮০০সেনা এখানে মজুত রয়েছে বলে জানা যাচ্ছে।

সৌদি আরব: এখানে তিন হাজার মার্কিন সেনা রয়েছে। ইরানের সঙ্গে সৌদির সংঘাত বাড়ায় সেখানে আরো সৈন্য পাঠানোর কথা ঘোষণা করেছে আমেরিকা।

বাহরাইন: এই দেশে আমেরিকার একটি নৌ ঘাঁটি রয়েছে। সেখানে প্রায় সাত হাজার মার্কিন সৈন্য রয়েছে বলে জানা যাচ্ছে।

ওমান: গত বছরের মার্চে আমেরিকাকে তাদের বিমান এবং সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দেয় ওমান। বর্তমানে সেখানে প্রায় ৬০০ মার্কিন সৈন্য রয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহী: আমেরিকার সঙ্গে এদের বেশ ভালো সম্পর্ক। সাদ্দাম হোসেনকে শায়েস্তা করতেও এখানকার মাটি ব্যবহার করেছিল আমেরিকা। সেখানে পাঁচ হাজার সৈন্য পাঠিয়েছে পেন্টাগন।

কাতার: মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি রয়েছে কাতারের আল উদিদে। বর্তমানে সেখানে ১৩ হাজার মার্কিন সেনা মজুত রয়েছে।

তুরস্ক: এই দেশের বেশ কিছু জায়গায় প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

এছাড়াও জর্ডনেও রয়েছে বেশ কিছু মার্কিন সেনা। তবে সঠিক সংখ্যা কিছু জানা যায়নি।

Related Posts

Leave a Reply